প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৬ (বুধবার)
স্কলার্সহোমে আজমানের মৃত্যুর ঘটনায় ভাইস প্রিন্সিপালের পদত্যাগ, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল কর্তৃপক্ষ

ছবি: ইমজা নিউজ

সিলেটের স্কলার্সহোমে ছাত্র আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় উত্তাল আন্দোলনের প্রেক্ষাপটে কলেজ কর্তৃপক্ষ  শিক্ষার্থীদের দাবির মুখে ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত সব দাবি ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে লিখিত আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসে আজমানের মৃত্যুকে ‘আত্মহত্যা নয়, আত্মহত্যায় প্ররোচনা’ আখ্যা দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ শুরু করেন। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতেই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতি স্বীকার করে।

কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে-

শিক্ষার্থী আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবাকে অপসারণ করা হবে।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে।