প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩২ (মঙ্গলবার)
সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

ছবি: সংগৃহীত।

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে আবুল মোহাম্মদ সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে পেশার মান উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হলো।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।