
ছবি: সংগৃহীত।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের (হাওর, দ্বীপ, চর) শিক্ষার্থীসহ কৃষক, দিনমজুর, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি- ২০২৪ দেবে সোনালী ব্যাংক পিএলসি।
গত বছর (২০২৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৮৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে ব্যাংকটি।
আবেদন যোগ্যতা:
এসএসসি পাস শিক্ষার্থী: ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত।
এইচএসসি পাস শিক্ষার্থী: ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত।
ন্যূনতম জিপিএ শর্ত:
মেধাভিত্তিক কোটায়: জিপিএ ৫
বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান: জিপিএ ৪.৫০
ক্ষুদ্র জাতিগোষ্ঠী: জিপিএ ৪.৫০
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী: ন্যূনতম জিপিএ ৩.৫০
কারা আবেদন করতে পারবেন:
শুধুমাত্র দরিদ্র, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান (মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা, মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত)।
সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
বৃত্তির পরিমাণ:
এককালীন ১০,০০০ টাকা।
প্রয়োজনীয় সনদপত্র:
মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ।
প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের সনদ।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির সনদ।
তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৫।
প্রাথমিকভাবে নির্বাচিতদের জমা দিতে হবে:
অনলাইন আবেদন ফরম (শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর ও সিলসহ)।
অধ্যয়ন সনদ।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ, নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।
জন্মনিবন্ধন সনদ বা এনআইডির সত্যায়িত কপি।
অভিভাবকের মাসিক আয়সংক্রান্ত প্রত্যয়নপত্র।
আবেদন প্রক্রিয়া:
সোনালী ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন।