প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫৩ (মঙ্গলবার)
সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন

ছবি: সংগৃহীত।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ করোনা ডেডিকেটেড হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ‘হাসপাতাল হেল্প ডেস্ক’ নামের একটি ফেসবুক আইডিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার দেওয়া হয়। এতে দেখা যায়, চারটি পদে নিয়োগের জন্য় আবেদন আহবান করা হয়েছে। 

প্রকাশিত ভূয়া বিজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালের হেল্প ডেস্ক, রিপোর্ট কাউন্টার, টিকেট কাউন্টার ও বিলিং কাউন্টারে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞাপনের সঙ্গে একটি ইমেইল ঠিকানা এবং ব্যবস্থাপনা পরিচালকের ঠিকানা প্রকাশ করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, বিজ্ঞাপনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান ইমজা নিউজকে জানান, হাসপাতালের নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র সরকারি নিয়ম মেনে, সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে করা হয়।

তিনি বলেন, ‘এ ধরনের ভুয়া বিজ্ঞাপন সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে এবং হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ করবে। প্রতারক চক্রের সদস্যদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘সরকারি হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক নামে কোনো পদ থাকেনা।’

এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান।