প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৬ (মঙ্গলবার)
সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা

ছবি: সংগৃহীত।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে নগরীর সিএনজি অটোরিকসার স্ট্যান্ড ও ধারন ক্ষমতার নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তালিকায় থাকা অনুমোদিত স্ট্যান্ডের বাইরে বা কোনো স্ট্যান্ডে অতিরিক্ত সিএনজি রাখলে ট্রাফিক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমপি জানিয়েছে, সিলেট মহানগরীতে মোট ৩০টি অনুমোদিত সিএনজি স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডগুলো ব্যতীত অন্য কোথাও সিএনজি পার্কিং করা যাবে না। আদেশ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুমোদিত স্ট্যান্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
আম্বরখানা: সুনামগঞ্জ মূখী-৫টি, এয়ারপোর্ট মূখী-৫টি, চৌহাট্টা মূখী-৫টি
টিলাগড় পয়েন্ট: বালুচর মূখী-৫টি, তামাবিল মূখী-৫টি, শিবগঞ্জ মূখী-৫টি
মদিনা মার্কেট: ১০টি
পাঠানটুলা: ১০টি
বন্দরবাজার কোর্ট পয়েন্ট: ১৫টি

এর বাইরে হুমায়ুন রশিদ চত্বর, সামাদ চত্বর, শেখ ঘাট জিতু মিয়ার পয়েন্ট, রিকাবি বাজার পয়েন্ট, শাহপরান মাজার গেট, মেজরটিলা ইসলামপুর বাজার, উত্তর কুশিঘাট, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইট, ধোপাদিঘির পাড় এমএজি ওসমানী শিশু পার্ক, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রীজ, ভার্তখলা, চন্ডিপুল, শ্রীরামপুর, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ, সিসিক ২৮ নং ওয়ার্ড মকন দোকান বাজার এবং শিববাড়ী বাজারেও নির্দিষ্ট সংখ্যক স্ট্যান্ড রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর যানজট নিয়ন্ত্রণ এবং সিএনজি চালিত থ্রি হুইলারদের নিয়মিত পার্কিং নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই স্ট্যান্ডের বাইরে পার্কিং করা হলে বা স্ট্যান্ডে অনুমোদিত সংখ্যার বেশি অটোরিকশা রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।