প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩২ (মঙ্গলবার)
‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’

ছবি: সংগৃহীত।

কোন আসনে গ্রীন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধভাবে প্রত্যেক আসনে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী মনোনয়ন বিষয়ে যে সব বিভ্রান্তিমূলক সংবাদ ও গুজব ছড়ানো হচ্ছে, তার কোনোটিই সত্য নয়।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু পত্র-পত্রিকা, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এগুলো সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি অভিযোগ করে বলেন, পতিত ও পরাজিত একটি মহল নানা অপতথ্য ছড়িয়ে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। তারা গণমাধ্যমের একটি অংশকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে, যাতে দলের ভেতরে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়ানো যায়।

রিজভী আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন দেয়া হয় দলের নিজস্ব গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এ দায়িত্ব পালন করে পার্লামেন্টারি বোর্ড, আর বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। কাজেই তফসিল ঘোষণার আগে কারও নাম-ধাম প্রকাশিত হলে সেটিকে কোনোভাবেই মনোনয়ন হিসেবে গণ্য করা যাবে না।’

তিনি স্পষ্ট করে জানান, বিএনপি থেকে এখন পর্যন্ত কোনো আসনে কোনো প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হয়নি। দলের প্রত্যাশীদের মধ্যে যারা মাঠে কার্যকর ভূমিকা রাখছেন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, কেবল তারাই মনোনয়ন পাবেন।

প্রেস ব্রিফিংয়ে রিজভী আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি ডোর-টু-ডোর গিয়ে জনগণের কাছে বিএনপির ৩১ দফা মুক্তির সনদ তুলে ধরতে বলেছেন। তিনি জোর দিয়েছেন, জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজে নেতা-কর্মীরা যেন জড়িত না হন।’

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই দলের শক্তির উৎস। তিনি দেশজুড়ে নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বলেন, ‘জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’