
ছবি: সংগৃহীত।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মো: জাকির হোসেন ও চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ এর দেশে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রবাসী এই দুই সাংবাদিককে সংবর্ধনা প্রদান করে বিয়ানীবাজার প্রেসক্লাব। বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় এর সঞ্চালনায় সংবর্ধনা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, সিনিয়র সদস্য ফয়জুল হক শিমুল, সাংবাদিক ও প্রভাষক জহির উদ্দিন, প্রেসক্লাব সদস্য ইকবাল হোসেন, সামিয়ান হাসান, জসিম উদ্দিন, অরুণ বৈদ্য, মিছবাহ উদ্দিন, রুহেল আহমেদ, আব্দুল করিম প্রমুখ।