
ছবি: সংগৃহীত।
রংপুরের হারাটি উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মহানগর কমিটির আহ্বায়ক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহম্মদের বিরুদ্ধে অর্ধশত শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, ৪ সেপ্টেম্বর ইমতিয়াজ বিদ্যালয়ে গিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল শুনে ‘অকৃতকার্য’ শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে তিনটি শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেন। মারধরের ফলে অন্তত ১০-১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ইমতিয়াজ আহম্মদ বলেন, ‘আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষার্থীদের ভাল ফলাফল নিশ্চিত করতে কিছুটা শাসন করেছি। ঘটনা মীমাংসা হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী এতে অসন্তুষ্ট নয়।’ তবে অভিভাবকরা বিষয়টি মীমাংসা দাবি অগ্রাহ্য করে প্রশাসনের কাছে জবাব চেয়েছেন।
হারাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মতিতে ঘটনা মীমাংসা করা হয়েছে। তবে রংপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।
স্থানীয়রা মনে করেন, এটি কোনো শাসন নয়, বরং ফৌজদারি অপরাধ। ঘটনা প্রকাশ্যে আসার পর বিদ্যালয় ও স্থানীয় সমাজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।