প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৩ (মঙ্গলবার)
‘বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী’

ছবি: সংগৃহীত।

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশের দীর্ঘদিনের লালিত ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তাই বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করেছে। ভবিষ্যতেও বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। পুজাকে ঘিরে কুচক্রীমহল যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নজর রাখতে হবে।

তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোয়াইনঘাট  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ৪০টি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ১৩ টি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, যুগ্ম সম্পাদক এম এ মতিন, সহ-সাংগঠনিক ম্পাদক আজাদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, পুজা উদযাপন কমিটি নেতা শ্রী নিত্যানন্দন পাল ও শ্রী সু কুমার পাল প্রমূখ।