প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫৬ (মঙ্গলবার)
এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

স্কলার্সহোমের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের আত্মহত্যার ঘটনায় সিলেটজুড়ে যখন তোলপাড় চলছে, ঠিক সেই সময় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে তুষার মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যালয়ের দপ্তরি বসন্ত তালুকদার প্রথমে লাশটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

নিহত তুষার মিয়া উপজেলার বাগবাড়ি গ্রামের রোকন মিয়ার কনিষ্ঠ ছেলে। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তিনি মানসিকভাবে অস্থির ও হতাশাগ্রস্ত ছিলেন। তবে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, পরিবারের আবেদন ও সন্দেহ না থাকায় উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে।

এদিকে, স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের আত্মহত্যার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সোমবার এ কমিটি গঠন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পদ্মাসেন সিংহের নেতৃত্বে গঠিত কমিটিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি ও জেলা শিক্ষা কর্মকর্তাকে রাখা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শাহী ঈদগাহ এলাকার নিজ বাসা থেকে আজমান আহমেদ দানিয়ালের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আন্দোলনের মুখে স্কলার্সহোমের ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।