ছবি: সংগৃহীত।
সিলেটের বিশ্বনাথে দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি, স্বাস্থ্যসেবায় অনিয়ম, হাসপাতালের ওষুধ গ্রামে বিক্রি ও সময় মতো ডাক্তার না পাওয়াসহ নানা অভিযোগ চলে আসছে। এমন বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি একদল পুলিশ সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একজন দালালকে রোগীদের সরকারি সেবা নিতে বাধাগ্রস্থ করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় অর্থদন্ড এবং তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন।
এছাড়াও হাসপাতালের টিকেট কাউন্টারে বিভিন্ন অসংগতি পাওয়ায় একজন স্টাফকে সতর্কতামূলক অর্থদন্ড এবং অপর আরেকজন স্টাফকে সতর্ক করেন।
অভিযানে তানভির হোসেন (২৭) নামের দালালকে তিন মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। সে উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এদিকে বিভিন্ন অসংগতি পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ আলী আমজদকে ২০০ টাকা জরিমানা ও আলেয়া বেগমকে কঠোরভাবে সতর্ক করেন ইউএনও।
এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিস্কার করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন।
অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলওয়ার হোসেন সুমন ও থানা পুলিশ উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, জনগণের স্বাস্থ্য সেবার জন্য প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।