ছবি: সংগৃহীত।
শারদীয় দুর্গাপূজা একেবারে দোরগোড়ায়। আগামী রোববার মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব। এর মধ্যেই সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার পথে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি ভারতের ওডিশা উপকূলে অবস্থান করছে। এটি নিম্নচাপে রূপ নিলে বাংলাদেশের উপকূলে কিছুটা প্রভাব পড়তে পারে।
তবে দেশের বেশির ভাগ স্থানে প্রভাব খুব বেশি না-ও পড়তে পারে। বিশেষ করে খুলনা ও বরিশাল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে।
আগামীকাল শনিবার দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে পূজার মূল দিনগুলোতে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ষষ্ঠী ও সপ্তমী (রোববার ও সোমবার) দিন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, ১ অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আর ২ অক্টোবর বিজয়া দশমী ও ৩ অক্টোবর দেশব্যাপী বৃষ্টি অনেকটাই বাড়বে।
ওই সময় একটি নতুন লঘুচাপ বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী বাদ দিয়ে প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।