ছবি: সংগৃহীত।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় গড়ে উঠেছে একাধিক বালু লুটেরা চক্র। এসব চক্রের বিরুদ্ধে কথা বললেই স্থানীয়দের হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে হলহলিয়া গ্রামের ইন্তাজ উল্লাহর পুত্র ফারুক মিয়া, কাঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার পুত্র তাউজ মিয়া ও দেউন্দি গ্রামের আইয়ুব আলীর পুত্র আলী হায়দারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া দেউন্দি গ্রামের আইয়ুব আলীর পুত্র জসিম মিয়া, সিরাজ মিয়া তালুকদারের পুত্র খয়ের মিয়া, মাঝিশাইল গ্রামের আব্দুল গনির পুত্র আবু সায়েম এবং হলদিউড়া গ্রামের ডেঙ্গু খানের পুত্র রউফ খানকে ১ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে তাদের দণ্ড দেওয়া হয়েছে এবং দণ্ডাদেশের পরপরই কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসন অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।’
অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
