https://www.emjanews.com/

10862

surplus

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৫ ২৩:১৭

অন্যান্য

পর্তুগালে বিদ্বে'ষমূলক পোস্টার: বাংলাদেশের মর্যাদার ওপর আঘাত, ফ্রান্সে নিন্দা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ ২৩:১৭

ছবি: সংগৃহীত।

সামাজিক সেবামূলক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF) পর্তুগালে প্রদর্শিত একটি রাজনৈতিক পোস্টার দেখে গভীর ক্ষোভ প্রকাশ করছে, যেখানে লেখা হয়েছে ‘Isto não é o Bangladesh’ অর্থাৎ ‘ এটি বাংলাদেশ নয়’।

এই বার্তাটি স্পষ্টভাবে একটি দেশ ও জাতির প্রতি অবজ্ঞা প্রকাশ করে এবং আন্তর্জাতিকভাবে ঘৃণাত্মক বক্তব্য, বিদেশবিদ্বেষ ও বর্ণবৈষম্যের অন্তর্ভুক্ত।

এই ধরনের বক্তব্য জাতিসংঘের ‘বর্ণবৈষম্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক কনভেনশন’-এর পরিপন্থী যা বর্ণ বা জাতীয় শ্রেষ্ঠত্বের ধারণার ওপর ভিত্তি করে প্রচারণা নিষিদ্ধ করে এবং রাষ্ট্রগুলিকে তা প্রতিরোধের জন্য বাধ্য করে।

তদুপরি, ১৯৬১ সালের ভিয়েনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক কনভেনশন অনুসারে, যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে অন্য একটি স্বাধীন রাষ্ট্র বা তার জনগণের মর্যাদাকে অপমান করে, তখন সেটি ‘অমিত্রতাপূর্ণ কর্মকাণ্ড’ হিসেবে বিবেচিত হতে পারে।

একইভাবে, জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সকল রাষ্ট্র ও তাদের প্রতিনিধিদের অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, মর্যাদা ও সমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বাধ্য।

অতএব, SAF মনে করে যে এই প্রচারণা শুধুমাত্র একটি স্থানীয় উস্কানি নয়; এটি বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং জাতি ও জনগণের মধ্যে বৈষম্য ও ঘৃণার স্বাভাবিকীকরণ ঘটায়।

এই প্রেক্ষিতে, সলিডারিতে আজি ফ্রান্স (SAF) বাংলাদেশের নাম ব্যবহার করে এই বৈষম্যমূলক ও অপমানজনক প্রচারণার কঠোর নিন্দা জানায়; বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্তুগালে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে আহ্বান জানায় যাতে তারা অবিলম্বে পোস্টারটি অপসারণ ও প্রকাশ্য ক্ষমা প্রার্থনা দাবি করে; প্রস্তাব করে যে জাতিসংঘ মানবাধিকার পরিষদ, ইউনেস্কো বা ইকোসকের (ECOSOC) সামনে এই বিষয়টি উন্নয়নশীল দেশের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য হিসেবে উত্থাপন করা হোক; একই সঙ্গে, ইউরোপীয় সংসদের মানবাধিকার উপকমিটির কাছে একটি অভিযোগ দাখিলের আহ্বান জানায় এবং বাংলাদেশের জনগণসহ সমগ্র এশীয় জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে, যারা বর্ণবাদ ও বৈষম্যের শিকার; মানবমর্যাদা, সম্মান ও জনগণের মধ্যে ঐক্যের মূল্যবোধ অচিন্তনীয় ও অবিচ্ছেদ্য।

এসএএফ জানায়- আমরা ইউরোপীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানাই যেন তারা রাষ্ট্র ও জাতির মধ্যে ঘৃণা ও অবজ্ঞার স্বাভাবিকীকরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়।