শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10881

sylhet

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৫ ১৬:১৬

সিলেট

বিদেশে পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাত, সিলেটে প্রতারক হারিছ গ্রেফতার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ ১৬:১৬

ছবি: সংগৃহীত।

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিলেটে হারিসুল ইসলাম হারিছ (৬০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ওয়ারেন্টের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গাড়ি করে সিলেট শহরে যাওয়ার সময় পথে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার হারিছের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘেরগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত কাঞ্চন মিয়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগে হারিছের বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। গ্রেফতারের খবর জানাজানি হওয়ার পর থেকেই বিভিন্ন ব্যক্তি ফোন করে জানাচ্ছেন, তার কাছ থেকেও তারা প্রতারিত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘একজন ভুক্তভোগী জানিয়েছেন, হারিছ তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি তদন্তাধীন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পুলিশের প্রাথমিক তথ্যমতে, হারিছ দীর্ঘদিন ধরে প্রবাসে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘বিদেশে লোক পাঠানোর দালাল’ হিসেবে পরিচিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, আরও ভুক্তভোগীরা এগিয়ে এলে তার বিরুদ্ধে নতুন মামলাও হতে পারে।