নোয়াপাড়ায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ১৯:০৯
                                                            ছবি: সংগৃহীত।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে আনুমানিক পৌনে ৪টার দিকে ব্যবসায়ী সুভাস সূত্রধর-এর ফার্নিচারের দোকানের বিদ্যুৎ মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো প্রতিষ্ঠানটিতে ছড়িয়ে পড়ে। ফার্নিচারের আধুনিক যন্ত্রপাতি, কাঠ, প্রস্তুত আসবাবপত্র, স্বর্ণালংকার, ফ্রিজ, আলমিরাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এছাড়া সুভাস সূত্রধরের বড় ভাই মৃত অমুল্য সূত্রধরের পাকা ঘর এবং রূপম সূত্রধর, দীপন সূত্রধর ও দুলাল সূত্রধরের বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আরও প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে পাঁচটি পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা সরকারি সহায়তা ও এলাকার বিত্তশালী মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ঘটনার খবর পেয়ে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
                        
                        