https://www.emjanews.com/

10924

surplus

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৫ ২০:১৪

অন্যান্য

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বন্ধ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ২০:১৪

ছবি: সংগৃহীত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সোমবার একটি চিঠি জারি করেছে।

চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক, বিদ্যালয় ও পরিদর্শন শাখার উপপরিচালক এবং ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান- অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

এ প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।