শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10943

sylhet

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৫ ১৩:৩৭

সিলেট

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত ১

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:৩৭

ছবি- সংগ্রহ

সিলেটের কানাইঘাট উপজেলায় স্কুলে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে গাছবাড়ি-হরিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা মিসেস ফাতেমা বেগম কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার নারায়নপুর গ্রামের জনাব শাহনেওয়াজ খসরুর স্ত্রী। তিনি নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট শহর থেকে গাছবাড়ির উদ্দেশ্যে রওনা দেন ফাতেমা বেগম। পথে গাছবাড়ি-হরিপুর সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিটকে খাঁদে পড়ে দূর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় দলাইকান্দি গ্রামের জনাব শালিক আহমদও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

কানাইঘাট থানার ভারপ্রপ্তকর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনা স্থলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহত শিক্ষিকার অকাল মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।