শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10982

sylhet

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ১৪:০৮

সিলেট

সিলেটে অনলাইন জুয়া খেলার সময় ১৫ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:০৮

ছবি: সংগৃহীত।

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানার চালিবন্দর এলাকার সবজি বাজারের পেছনে অভিযান চালায়। অভিযানে নাসিম মিয়ার মালিকানাধীন দোকানের ভেতর অনলাইন জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ১৫ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজু আহমদ (২৮), মো. ইদ্দিস আলী (৩৫), পুলিন কর (৫২), মো. মিজান আলী (২৭), বাদল (৩৫), লাবলু হোসেন (৩০), আব্বাস উদ্দিন (২৫), মোস্তাক আহমেদ (৪০), বদরুল ইসলাম (৪২), মো. আল-ইসলাম (৩১), সেজু রহমান (৪০), মুকুল দাস (৪৪), লিয়াকত আহমেদ (১৮), মিজান আহমেদ (২৮) ও রবি আউয়াল (২০)।

তারা সিলেটসহ বিভিন্ন জেলা থেকে এসে অনলাইন মাধ্যমে জুয়া খেলায় যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

এসএমপি ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন, খাতা ও টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।