ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে - মিজান চৌধুরী
ছাতকের ভাতগাঁওয়ে ধানের শীষের পক্ষে মিজান চৌধুরীর গণসংযোগ ও সমাবেশ
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:০২
                                                            ছবি: সংগৃহীত।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, প্রায় দেড় যুগ পর দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দিন গুনছে। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত চক্রগুলো নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, ‘অতীতেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে ষড়যন্ত্রকারীরা হারিয়ে গেছে। বিএনপি এখনো কোটি মানুষের ভালোবাসায় অটলভাবে দাঁড়িয়ে আছে। ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে মাসব্যাপী গণসংযোগ ও সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে তিনি এসব কথা বলেন।
মিজান চৌধুরী আরও বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে, অথচ এখন সেই বিএনপিকেই হেয় করা হচ্ছে। বিএনপি গণভোট চায়, তবে সেটি জাতীয় নির্বাচনের দিনেই। কিন্তু নির্বাচনের আগে গণভোট আয়োজনের নামে দেশি-বিদেশি চক্র সক্রিয় হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশপ্রেমিক জনতা এসব ষড়যন্ত্র নস্যাত করবে, ইনশাআল্লাহ।’
দিনভর অনুষ্ঠিত পৃথক কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রধান সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল গফুর এবং পরিচালনা করেন বিএনপি নেতা ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, হাফিজুর রহমান, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম ছমরু মিয়া, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর প্রমুখ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন-মধু মিয়া, আজিজুর রহমান, ফয়ছল আহমদ সুমন, সাফুল ইসলাম, সুজন মিয়া, ওলিউর রহমান আলেক ও কাওছার আহমদ।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ফিরোজ আহমদ।
এদিন ইউনিয়নের শক্তিয়ারগাঁও, তাজগঞ্জ, হাসামপুর, কেওয়ালীপাড়া, কছুরগাঁওসহ বিভিন্ন গ্রামে পৃথক গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শক্তিয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন বাবুল মিয়া, পরিচালনা করেন কবির আহমদ। বক্তব্য রাখেন হুশিয়ার হায়দার ও সায়াদ মিয়া।
তাজগঞ্জ বাজারের সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল মনাফ, পরিচালনা করেন সায়াদুর রহমান। বক্তব্য দেন আবু শামীম, নুর মিয়া ও সুরমান আলী।
হাসামপুরে শাহজামালের বাড়ির সংলগ্ন সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম, পরিচালনা করেন চব্দন মিয়া। বক্তব্য রাখেন শাহজামাল ও ডা. ফিরুজ মিয়া।
                        
                        