শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

11021

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৫ ১৯:৪০

সিলেট

মহাবিপন্ন উল্লুক সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান 

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৪০

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক উল্লুক দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে শহরের হোটেল গ্র্যান্ড তাজ সম্মেলন কক্ষে বন বিভাগ এবং ওয়েস্টার্ন হুলক গিবন কনজারভেশন প্রজেক্ট অব বাংলাদেশ ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস এর আয়োজনে এ সভায় বক্তব্য দেন বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক (সিসিএফ) ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের  অধ্যাপক ড.এম ফরিদ আহসান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট গবেষণা কর্মকর্তা সোহেল মাসুদ, ওয়েস্টার্ন হুলক গিবন কনজারভেশন প্রজেক্ট অব বাংলাদেশ ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস এর নির্বাহী পরিচালক আন্তনী মুখিম, খাসি সোশ্যাল কাউন্সিল এর সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগম, সদস্য শামসুল হক, লাউয়াছড়া পুঞ্জির মান্রী, ফিলা পতমী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন বনে উল্লুক রয়েছে। বন ধ্বংস, খাদ্য সংকট ও মানবসৃষ্ট নানা কারণে এই বিপন্ন প্রাণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই উল্লুক সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি এবং তাদের আবাসস্থল রক্ষার সবাইকে এগিয়ে আসতে হবে।’