সিলেটে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে: কঠোর নির্দেশনা জেলা বিএনপির
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ ১৯:৪৭
                                                            ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে বিরোধ ও বিভাজন প্রকাশ্যে চলে এসেছে। সভা-সমাবেশ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন দেখা যাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিলেট জেলা বিএনপি কঠোর নির্দেশনা প্রদান করেছে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও উসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রচারিত হচ্ছে, যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।
জেলা বিএনপির নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করে। দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ বা প্রকাশ্যে অপপ্রচার কাম্য নয়।
বিবৃতিতে সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ কোনো পোস্ট, মন্তব্য কিংবা শেয়ার করা হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অবস্থান শক্ত করার প্রতিযোগিতা ইতোমধ্যে মাঠপর্যায়ে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে জেলা বিএনপি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, যা যেকোনো মূল্যে ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করা হবে।
                        
                        