https://www.emjanews.com/

11132

surplus

প্রকাশিত

০৪ নভেম্বর ২০২৫ ২০:৩৩

অন্যান্য

শিগগিরই আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ ২০:৩৩

ছবি: সংগৃহিত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সোমবার (৩ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত করতে মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে একটি সভা করেছে ডিপিই।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম।

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে আমরা আজ টেলিটকের সঙ্গে মিটিং করেছি। অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করতে টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে, রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করে। সংশোধনীতে বলা হয়েছে, ‘বিধি ৭ এর উপ-বিধি (২) এর দফা (খ)’-এ থাকা ‘অন্যান্য বিষয়ে’ শব্দগুলোর পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ ব্যবহার করা হবে।

ডিপিই সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে দ্রুতই সাড়ে ১৩ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।