https://www.emjanews.com/

11136

national

প্রকাশিত

০৪ নভেম্বর ২০২৫ ২১:১৮

জাতীয়

৩৭ কারাবন্দির অবশিষ্ট সাজা মওকুফ, মুক্তির আদেশ

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ ২১:১৮

ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন কারাগারে আটক দীর্ঘমেয়াদী বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার অধিক সাজা ভোগ করেছেন, তাদের মধ্যে ৩৭ জনের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ জারি করেছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এই তথ্য জানান কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

তিনি বলেন, ‘মামলার প্রকৃতি, কারাবাসকালীন আচরণ, অপরাধের ধরন, বয়সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে কারা বিধির ৫৬৯ ধারার প্রস্তাবনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, সরকারের সদয় সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠানো হয়েছে। আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই মুক্তির কার্যক্রম শুরু করা হবে।

কারা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন কারাগারে থাকা বন্দিদের নতুন জীবনে ফেরার সুযোগ সৃষ্টি হলো।