https://www.emjanews.com/

9689

surplus

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯

আপডেট

১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:০২

অন্যান্য

মহালয়া উদযাপন পরিষদের ৪ দিনব্যাপী বার্ষিক উৎসব বৃহস্পতিবার শুরু

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯

ছবি: সংগৃহীত।

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দের ৪ দিনব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় সকাল সোয়া ৮টায় জাতীয় পতাকা, মহালয়া পতাকা ও সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে। পরে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে।

বিকাল ৪টায় চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগ- ১ম হতে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা ‘শ্রীশ্রী লক্ষ্মীদেবীর প্রতিকৃতি বিষয়ে, খ বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘শ্রীশ্রী সরস্বতী দেবীর প্রতিকৃতি বিষয়ে ও গ বিভাগ- ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘সিংহবাহিনী মা দুর্গা’ বিষয়ে অংশ গ্রহণ করবে।

বিকাল সাড়ে ৫টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতায় ক বিভাগ- ১ম হতে ৩য় শ্রেণি, খ বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ ও গ বিভাগ- ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে। সন্ধ্যা ৭টায় ধর্মীয় গল্পবলা প্রতিযোগিতায় ক বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি ও খ বিভাগ- ৭ম হতে ১০ম শ্রেণি শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।

উৎসবের ২য় দিন ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় মাতৃসঙ্গীত প্রতিযোগিতায় ক বিভাগ- ১ম হতে ৩য় শ্রেণি, খ বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ ও গ বিভাগ- ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হবে।

দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ। বিকাল ৪টায় অস্বচ্ছলদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে ৪টায় নৃত্য প্রতিযোগিতায় ক বিভাগ- ১ম হতে ৩য় শ্রেণি, খ বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ ও গ বিভাগ- ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে। সন্ধ্যা ৭টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগ- ১ম হতে ৩য় শ্রেণি, খ বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ ও গ বিভাগ- ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণ করবে। রাত সাড়ে ৮টায় মহালয়া উৎসব বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতায় ক বিভাগ- ৩য় হতে ৫ম শ্রেণি, বিষয়- মহিষাসুর বধ, খ বিভাগ- ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি, বিষয়- শারদীয়া দুর্গোৎসব ও গ বিভাগ- ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।

উৎসবের ৩য় দিন ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতায় ক বিভাগ- ১ম হতে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের ১ম হতে ৫ম শ্লোক, খ বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায়ের ১ম হতে ৫ম শ্লোক, গ বিভাগ- ৭ম হতে ১০ম শ্রেণি শিক্ষার্থীরা ৩য় অধ্যায়ের ১ম হতে পঞ্চম শ্লোক অংশ গ্রহণ করবে।

বিকাল ৪টায় মহালয়া উদযাপন পরিষদ, শ্রীহট্টের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যা ৬টায় সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বীরেন্দ্র কুমার চন্দ স্মৃতিবৃত্তি, সুরেশ চন্দ্র বনিক স্মৃতিবৃত্তি, উপেন্দ্র চন্দ্র দাশ-প্রভাসিনী দাশ স্মৃতিবৃত্তি, শ্রীমা সারদা স্মৃতিবৃত্তি, জ্যোতি চন্দ স্মৃতিবৃত্তি, উপেন্দ্র নারায়ণ সিংহ মজুমদার ও বীণাপানি সিংহ মজুমদার স্মৃতিবৃত্তি, জলধীর রঞ্জন চৌধুরী স্মৃতিবৃত্তি, যাদুমণি সূত্রধর স্মৃতিবৃত্তি, স্বপ্না দেবী স্মৃতিবৃত্তি, দরিদ্র নারায়ণ স্মৃতিবৃত্তি, বিধান ভূষণ চক্রবর্ত্তী ও সাথী পাঠক স্মৃতিবৃত্তি, গোপাল-শিলা স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান ও সন্ধ্যা সাড়ে ৭টায় ধামাইল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২১ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠানের সমাপনী দিনে সকাল ৮টায় শ্রীশ্রী চণ্ডীমায়ের পূজা, সাড়ে ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিবেশনায় সমবেত চণ্ডীপাঠ, বিকাল ৩টায় হেপী দেব শিল্পী’র সঙ্গীত পরিচালনায় ও শ্রীমা সারদা সংঘ সিলেটের প্রশিক্ষণার্থী শিশু কিশোরবৃন্দের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যা ৬টায় ধর্মসভা, পুরস্কার বিতরণ ও অরুণ আলোর অঞ্জলির মোড়ক উন্মোচন এবং রাত ৮টায় দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্রদান।

মহালয়ার বার্ষিক উৎসবে বৃহত্তর সিলেটের দল মত নির্বিশেষে মহামায়ার সকল ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু ও সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দীপক কুমার দাশ।