শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10339

sports

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৫ ২০:৩৯

খেলাধুলা

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ ২০:৩৯

ছবি: সংগৃহীত।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দলকে নতুন কৌশলে সাজিয়েছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তিনি দলকে সাজিয়েছেন ৪-২-৩-১ ফর্মেশনে।

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকায় কানাডা থেকে আসা মিডফিল্ডার শমিত সোমকে একাদশের বাইরে রেখেছেন কোচ। গত পরশু ঢাকায় পৌঁছানোর পর তিনি বুধবার দলের সঙ্গে অনুশীলন করলেও কৌশলগত কারণে প্রথম একাদশে জায়গা পাননি। একইভাবে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকেও একাদশে রাখেননি কাবরেরা।

বাংলাদেশের শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক মিতুল মারমা। রক্ষণভাগে আছেন তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন।

এছাড়া মধ্যমাঠে রয়েছেন হামজা চৌধুরী ও অভিজ্ঞ সোহেল রানা।

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন শেখ মোরসালিন। দুই উইংয়ে রয়েছেন সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম।

গোলের খোঁজে আক্রমণভাগে আছেন রাকিব হোসেন।

এশিয়ান কাপ বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি রাত ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে।