ছবি: সংগৃহীত।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত তালিকায় হামজা-সোমিতরা এখন ১৮৩ নম্বরে।
শুক্রবার (১৭ অক্টোবর) ফিফার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী আগের তালিকার তুলনায় বাংলাদেশ ৫.১৮ রেটিং পয়েন্ট হারালেও অবস্থান উন্নত হয়েছে এক ধাপ।
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলের হার ও অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র করে বাংলাদেশ। তবুও অন্যান্য দলের ফলাফলের কারণে র্যাঙ্কিংয়ে সামান্য অগ্রগতি এসেছে।
এদিকে ফিফার শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা, যারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে জয়ের কারণে এক ধাপ এগিয়েছে। তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স।
জাপানের কাছে হারের পর এক ধাপ নিচে নেমে সাত নম্বরে গেছে ব্রাজিল। ইংল্যান্ড অবস্থান করছে চারে এবং পর্তুগাল আগের মতোই পঞ্চম স্থানে রয়েছে।
