ছবি: সংগৃহীত।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথমার্ধে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির একাধিক সূত্র জানিয়েছে, প্রতিস্থাপন কার্যক্রম শেষ হলেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সূত্র অনুযায়ী, বর্তমানে প্রায় ৮০০ প্রার্থীকে প্রতিস্থাপন করার প্রক্রিয়া চলছে। এছাড়া টেলিটকের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এনটিআরসিএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার চেষ্টা করছি।’
এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেন। এই প্রার্থীরা ও ১৭তম নিবন্ধনের প্রার্থীরা আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়। তবে এখনো এক লাখের বেশি পদ শূন্য রয়েছে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে।
এদিকে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া ১৮তম নিবন্ধনের ১৬ হাজার ২১৩ জন প্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দুই দফা দাবি জানান-
১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে হবে, এবং নভেম্বরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
প্রার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থেকেও তারা নিয়োগের সুযোগ পাচ্ছেন না। তাই এনটিআরসিএর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
