ছবি: সংগৃহীত।
৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলবে।
নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
রোববার এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন প্রার্থী।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১০ অক্টোবর, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে।
পরীক্ষায় ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৫৬.৪৯ শতাংশ।
৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২১ জুলাই, আর আবেদন চলেছিল ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হয়েছে, তবে অনাগ্রসর জনগোষ্ঠীর জন্য ফি ছিল ৫০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর।
পূর্ণ তালিকা ও সময়সূচি দেখতে পিএসসির ওয়েবসাইটে ক্লিক করুন।
                        
                        