https://www.emjanews.com/

10702

weather

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৫ ২০:৪৬

আবহাওয়া

বৃষ্টি-লঘুচাপ নিয়ে বার্তা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ২০:৪৬

ছবি: সংগৃহীত।

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২০ অক্টোবর) এক আবহাওয়াবার্তায় জানানো হয়, লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ছাড়া আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বঙ্গোপসাগরে সম্ভাব্য এই নতুন লঘুচাপের গতিবিধি নজরদারিতে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।