https://www.emjanews.com/

10714

jobs

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৮

চাকুরী

এএসপি পদে পদোন্নতি পেলেন ৮০ জন পুলিশ পরিদর্শক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৮

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পুলিশে বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৮০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) ও তাদের সমমর্যাদার কর্মকর্তা।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাখার ৩৩ জন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শাখার ১৮ জন, এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) শাখার ২৯ জন কর্মকর্তা।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি পুলিশ অধিদফতরে ন্যস্ত করা হয়েছে।

তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।