নবীগঞ্জের জন্তরীতে ঠাকুর অনুকুল চন্দ্রের বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:১৫
                                                            ছবি: সংগৃহীত।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সার্বিক তত্ত্বাবধানে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুর অনকুল চন্দ্রের বিশেষ সৎসঙ্গ অধিবেশন ২২ অক্টোবর বুধবার রাতে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের জন্তরী গ্রামে নান্টু লাল আচার্যের বাড়ীতে অনুষ্ঠিত হয়। অনুষ্টান মালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,গ্রন্থাদি পাঠ,ইষ্ট প্রসঙ্গে আলোচনা ও আনন্দবাজারে ভান্ডারা বিতরন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সৎসঙ্গের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল সৎসঙ্গের সহ-সভাপতি শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,কানু লাল দাশ,কাজল আচার্য্য,বাবুল আচার্য্য, নরেশ দাশ,জয়ন্ত দাশ,রায়ন সরকার,শংকর চন্দ,বিপুল দাশ,প্রদীপ কুমার দাশ,অরুন দাশ,বাবুল দাশ,জয়হরি দেব,হৃদয় শীল প্রমূখ। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দে সমাগম ঘটে।
                        
                        