https://www.emjanews.com/

10848

sports

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৫ ১৭:৩২

আপডেট

২৬ অক্টোবর ২০২৫ ১৭:৩৩

খেলাধুলা

বিকেএসপিতে খেলার স্বপ্ন পুরণ হচ্ছে কুলাউড়ার সাকিব এবং বিয়ানীবাজারের মাহিনের

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ ১৭:৩২

ছবি: সংগৃহীত।

এক বুক স্বপ্ন নিয়ে শুরু করেন যাত্রা। অদম্য ইচ্ছে আর কঠোর পরিশ্রমের কারণে সেই স্বপ্ন পুরণ হতে সময় লাগে নি মাহিনের। কাংখিত সেই ইয়েস কার্ড পাওয়ার মাধ্যমে তার স্বপ্নের প্রতিষ্ঠানে যাত্রা শুরু। পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা মাহিনকে দিয়েছিল বাড়তি অনুপ্রেরণা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ‘গোল ও ছক্কার ফুল ঝুড়ি প্রতিযোগিতা-২০২৫’ এ অংশগ্রহণ করে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়ার সাকিব এবং রানার-আপ হয়েছে বিয়ানীবাজারের শফিক আলী ক্রিকেট একাডেমির মাহিন।

বিকেএসপির এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন জেলার উদীয়মান ক্রিকেটাররা অংশগ্রহণ করে।

আগামী ১ নভেম্বর বিকেএসপি মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব, যেখানে দেশের আটটি বিভাগের সেরা ১৬ জন খেলোয়াড় অংশ নেবেন।

নিজ নিজ অঞ্চলের গর্ব এই দুই তরুণ ক্রিকেটারের জন্য শুভকামনা জানিয়েছেন কোচ, পরিবার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সাকিব ও মাহিনকে ভালোবাসা ও প্রার্থনায় রাখার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহিন আহমদ বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার মাসুম আহমদের ছেলে।

২৫ অক্টোবর দেশব্যাপী বিকেএসপি আয়োজিত ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ শীর্ষক একটি প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়। এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা।