ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আগামী ডিসেম্বরে চালু হতে যাচ্ছে নতুন ‘সিস্টেম সারিঙ্গান আওয়াল পেনুমপাং’ (Advance Passenger Screening System – APSS)।
গৃহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক সেরি ড. শামসুল আনোয়ার নাসারাহ জানান, এই আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের আগাম স্ক্রিনিং ও ঝুঁকি মূল্যায়ন করা হবে, তারা মালয়েশিয়ায় পৌঁছানোর আগেই।
আজকের দেওয়ান রাকইয়াত (পার্লামেন্ট) অধিবেশনে মন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শামসুল আনোয়ার বলেছেন, 'এই সিস্টেমের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব, শুধুমাত্র নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিদেশি দর্শনার্থীরাই দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন'।
তিনি এ মন্তব্য করেন মানদ্জরি নাসিব (BN-তেঙ্গারা)-এর প্রশ্নের জবাবে, যেখানে সীমান্ত নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি ভিসার অপব্যবহার রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।
শামসুল আনোয়ার জানান, APSS চালু হলে উচ্চঝুঁকিপূর্ণ দর্শনার্থীদের আগাম শনাক্ত করা যাবে, ফলে ভিসা ও সামাজিক দর্শন পাসের অপব্যবহার রোধ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি ভিসাধারী এবং Malaysia My Second Home (MM2H) কর্মসূচির অংশগ্রহণকারীদের উপরও কঠোর নজরদারি চালানো হচ্ছে।
MM2H প্রোগ্রামটি পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC) তত্ত্বাবধান করছে, এবং এর তথ্যভাণ্ডার ইমিগ্রেশন দপ্তরের MyIMMS সিস্টেমের সঙ্গে সংযুক্ত, বলেন তিনি।
মোটাক-এর অনুমোদিত এজেন্ট ছাড়া কেউই MM2H-এর আবেদন প্রক্রিয়া পরিচালনা করতে পারবেন না। প্রতিটি আবেদনকারীকে রয়্যাল মালয়েশিয়া পুলিশ (PDRM)-এর নিরাপত্তা যাচাই পেরোতে হবে।
অংশগ্রহণকারীদের স্থায়ী আমানত বা সম্পত্তি ক্রয়ের আগে MOTAC-এর অনুমোদনও বাধ্যতামূলক। 'নিরাপত্তার স্বার্থে এই কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজনীয়, যদিও MM2H দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে,' মন্তব্য করেন উপমন্ত্রী।
গৃহ মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ বর্তমানে MyVisa ও Malaysia Digital Arrival Card (MDAC) ব্যবস্থার মাধ্যমে বিদেশি আগমন পর্যবেক্ষণ করছে।
MyVisa: বিদেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাস ভিসা অনুমোদনের আগে নিরাপত্তা যাচাই সম্পন্ন করে। MDAC: আগমনের কমপক্ষে তিন দিন আগে দর্শনার্থীদের পূরণ করতে হয়, যাতে ইমিগ্রেশন বিভাগ তাদের সফরের উদ্দেশ্য ও পটভূমি যাচাই করতে পারে।
প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর ও স্থলবন্দরসহ প্রবেশপথে অটোগেট ও ম্যানুয়াল কাউন্টার উভয় মাধ্যমে ডকুমেন্ট, থাকার জায়গা ও আর্থিক সক্ষমতা যাচাইয়ের পর দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর, এবং পুনর্নবীকরণের সময় আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি পুনর্মূল্যায়ন করা হয়। যদি কোনো অপরাধমূলক কার্যকলাপ, উগ্রপন্থা বা সংগঠিত অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করা হয়।
শামসুল আনোয়ার জানান, 'ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক যেকোনো সময় দীর্ঘমেয়াদি পাস, এমনকি MM2H-ও বাতিল করার পূর্ণ ক্ষমতা রাখেন, যদি শর্তভঙ্গ বা জাতীয় নিরাপত্তার ঝুঁকি দেখা দেয়'।
উপমন্ত্রী জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদি ভিসা বা বিদেশি বিনিয়োগ স্কিমের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা অর্জন গুরুত্বপূর্ণ হলেও, সরকার কখনও জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিয়ে আপস করবে না।
ডিসেম্বর থেকে চালু হচ্ছে Advance Passenger Screening System (APSS), যা মালয়েশিয়ায় আগত বিদেশি দর্শনার্থীদের আগাম স্ক্রিনিং করে উচ্চঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রবেশ রোধ করবে। একই সঙ্গে MyVisa, MDAC এবং MM2H প্রোগ্রামের মাধ্যমে নিরাপত্তা যাচাই আরও জোরদার করা হচ্ছে।
