ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরে পদদলনে দুই শিশুসহ ৯ জনের মৃত্যু
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১৯:৫৬
                                                            ছবি: সংগৃহীত।
ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে দুই শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে নিহতের সংখ্যায় কিছুটা পার্থক্য থাকলেও, স্থানীয় প্রশাসন বলছে যে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড় থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, মন্দিরে ভক্তরা একসঙ্গে সামনে এগোতে গেলে ঠেলাঠেলির মধ্যে একটি রেলিং ভেঙে পড়ে। এতে অনেক মানুষ হুড়মুড় করে পড়ে যান এবং পদদলনের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু ঘটনাটি নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম তদারকির আহ্বান জানানো হয়েছে।’
স্থানীয় সময় দুপুর পর্যন্তও উদ্ধার অভিযান চলছিল। প্রায় ১২ একরজুড়ে বিস্তৃত ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রতিদিনই নিকট ও দূরবর্তী এলাকার অসংখ্য পুণ্যার্থী দর্শনে আসেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেই প্রতিবেশী তামিলনাড়ু রাজ্যে পদদলনের এক ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছিল। পরপর দুই রাজ্যে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
                        
                        