শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10930

sports

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৫ ২১:২৮

খেলাধুলা

এলিনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ২১:২৮

ছবি: সংগৃহীত।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কালাম সিদ্দিকি এলিন, তার সেঞ্চুরিতেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

আগে ব্যাট করে আফগানিস্তান দল উজাইরুল্লাহ নিয়জাইর ১৪০ রানে ২৬৫ রান তোলে। জবাবে ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান তোলার পর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। তখন ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকায় জয় পায় বাংলাদেশ।

এলিন ১১৯ বলে ১১ চারে ১০১ রান করেন। অপরপ্রান্তে রিজান হোসেন ৯৬ বলে অপরাজিত ৭৫ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

রান তাড়ায় শুরুতেই জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর রিফাত বেগকে নিয়ে ছোট জুটি গড়ে দলকে টেনে তোলেন এলিন। রিফাত ফিরে গেলে রিজানকে সঙ্গে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত আলো স্বল্পতার কারণে খেলা সম্পূর্ণ না হলেও, এলিন–রিজানের ব্যাটে জয় নিশ্চিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দলের।

আগামী যুব বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ দল। প্রথম দুটি ম্যাচ হচ্ছে বগুড়ায়, বাকি তিনটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে।