https://www.emjanews.com/

10946

national

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৫ ১৪:৪৪

আপডেট

২৯ অক্টোবর ২০২৫ ১৯:৩৫

জাতীয়

 জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালা ‘প্রতারণামূলক’, সংশোধনের দাবি মির্জা ফখরুলের

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:৪৪

ছবি: সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালার ওপর ক্ষোভ প্রকাশ করে তা অবিলম্বে সংশোধনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কমিশনের সুপারিশমালায় তাদের দেওয়া নোট অব ডিসেন্ট সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে, যা জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক এহসান মাহমুদের রচিত ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তবর্তী আমলে বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করেছে। সেখানে প্রধান উপদেষ্টার সইও আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা যেসব বিষয় নিয়ে একমত ছিলাম না এবং নোট অব ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো প্রকাশিত সুপারিশমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।’

ফখরুল আরও বলেন, ‘এভাবে সুপারিশমালা প্রকাশ করা হলে তা কোনো ঐক্যমত্য নয়। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। তাই জাতীয় ঐকমত্য কমিশনের এই সুপারিশমালা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন।’