শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10949

national

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৫ ১৫:১১

জাতীয়

‘যদি প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে এর দায় দায়িত্ব পুরোপুরি প্রধান উপদেষ্টার- মির্জা ফখরুল

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:১১

ছবি: সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে তিনি দেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে একটি সত্যিকার নির্বাচন পরিচালনা করবেন।

বুধবার রাজধানীর একটি আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণীত সুপারিশমালার প্রতিক্রিয়া জানিয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এবং যে সংস্কার দরকার তা করে নির্বাচন দিন। সেই নির্বাচনের মাধ্যমে একটি পার্লামেন্ট আসবে, যা দেশের সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

‘যদি কোনো ব্যত্যয় ঘটে বা প্রক্রিয়া থেকে বাইরে যাওয়া হয়, এর দায় দায়িত্ব পুরোপুরি প্রধান উপদেষ্টার। আমি আশা করি, জাতীয় ঐক্যমত্য কমিশন অতি দ্রুত সেই সব বিষয় বাস্তবায়ন করবে, যেখানে আমরা একমত এবং দ্বিমত হয়েছেন সবকিছু নিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জনগণের শাসন দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক এহসান মাহমুদের গ্রন্থ ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তবর্তী আমলে বাংলাদেশ’ প্রকাশনা উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, গ্রন্থের লেখক এহসান মাহমুদ এবং সাংবাদিক শাহনাজ মুন্নী।