ব্রাহ্মণবাড়িয়া
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ঐতিহ্য সংরক্ষণের দাবি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ২১:২৭
ছবি: সংগৃহীত।
বিশ্ববরেণ্য সংগীত আচার্য সুরকলাকার সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভূমি সুরক্ষা, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের দাবিতে উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ছাত্রসংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আশরানুরনবী মোবারক, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আহমেদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দেসাধারণ সম্পাদক জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, উদীচী জেলা সংসদের সদস্য কবি মাশরেকী শিপার, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি ওমর ফারুক, জেলা এনসিপি নেত্রী জয়ন্তী বিশ্বাস, কবির কলমের সভাপতি হুমায়ুুন কবির, সোনালী সকালের প্রতিষ্ঠাতা ফাহিম মুন্তাসিরসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
