https://www.emjanews.com/

10959

national

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৫ ২০:৩৬

জাতীয়

নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় প্রশাসনের কাউকে দায়িত্ব দেওয়া হবে না: প্রেস সচিব

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ২০:৩৬

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর) উচ্চপর্যায়ের এক বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, মাঠ প্রশাসনে- বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না, যারা গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন বা কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন।

তিনি বলেন, ‘পদায়নের ক্ষেত্রে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, শারীরিক সক্ষমতা, কর্মদক্ষতা ও গণমাধ্যমে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন আছে কিনা- তা যাচাই করা হবে।

শফিকুল আলম আরও জানান, সবচেয়ে দক্ষ কর্মকর্তাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পদায়ন করা হবে। তবে নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় কাউকে দায়িত্ব দেওয়া হবে না। পাশাপাশি যেসব কর্মকর্তার আত্মীয়স্বজন প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরও সংশ্লিষ্ট এলাকায় পদায়ন করা হবে না।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকেই এই পদায়ন কার্যক্রম শুরু হবে।

এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের ক্ষেত্রেও একই ধরনের পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানান প্রেস সচিব।