https://www.emjanews.com/

10973

national

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ১১:১৬

জাতীয়

হ্যাঁ-না পোস্টে সরগরম ফেসবুক, আলোচনায় গণভোট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১১:১৬

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন সরগরম ‘হ্যাঁ-না’ পোস্টে। গণভোটকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন অনলাইন প্রচারণা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকেই নিউজফিডজুড়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা ছবি। অধিকাংশ পোস্টেই এর পেছনের কারণ উল্লেখ করা হয়নি, ফলে অনেক ব্যবহারকারী বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করছেন।

তবে বাস্তবে এই ট্রেন্ডের পেছনে রয়েছে আসন্ন গণভোট ইস্যু। রাজনৈতিক অঙ্গনে গণভোট আয়োজন নিয়ে যখন তীব্র আলোচনা চলছে, তখনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফেসবুকে নিজেদের অবস্থান প্রকাশ করতে ‘হ্যাঁ’ বা ‘না’ পোস্ট দিচ্ছেন।

সূত্র জানায়, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এই তিনটি দলই এখন গণভোটের প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছে।

বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক।

জামায়াতে ইসলামী দাবি করছে নভেম্বরে গণভোট আয়োজনের।

এনসিপি এখনো সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে অবস্থান নিয়েছে।

ফলে বিএনপি ও জামায়াত-এনসিপির অবস্থানের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে দলীয় নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করছেন।

ছাত্র রাজনীতিতেও এ প্রবণতা ছড়িয়ে পড়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার প্রোফাইলে ‘না’ পোস্ট করেছেন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লিখে পোস্ট দিয়েছে।

এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদও জানানো হয়েছে।

সব মিলিয়ে, অনলাইন ও অফলাইন-দুই পরিসরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গণভোট এবং ‘হ্যাঁ-না’ বিতর্ক।