https://www.emjanews.com/

10975

sylhet

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ১১:৫০

সিলেট

ঢাকা থেকে সুনামগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল গ্রেফতার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১১:৫০

ছবি: সংগৃহীত।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল (কালাম)কে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র‍্যাব-৩, সিপিসি-২ এর একটি যৌথ দল ২৮ অক্টোবর  দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে কামালকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কামালের বয়স ৫৩ বছর। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর এলাকার আব্দুল হাই ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে জিআর নং-৪১/০২ (বিশ্বম্ভরপুর) ও সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন মামলা নং-৪১/০৩, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) অনুসারে আদালত যাবজ্জীবন সাজার রায় দিয়েছিল।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।