শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10979

national

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ১২:৫০

জাতীয়

‘গণভোট’ আয়োজনের আগেই ‘না’ ভোট বিএনপির

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১২:৫০

ছবি: সংগৃহীত।

ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত ‘গণভোট’ আয়োজনের আগেই বিএনপির নেতাকর্মীরা এর বিরোধিতা শুরু করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রথম প্রহর থেকেই ফেসবুকে ‘না ভোট’ প্রচারণা ছড়িয়ে পড়ে।

রাত ১২টার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক ওয়ালে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপর ‘না’ লেখা ছবি পোস্ট করছেন। এই ট্রেন্ড দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ রাত ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে এমন একটি ছবি পোস্ট করে নির্বাচনের আগে গণভোট আয়োজনকে একটি ‘নীলনকশা’ বলে অভিহিত করেছেন।

তিনি লেখেন, ‘দীর্ঘ দেড়যুগ গণতন্ত্র রক্ষার যে আন্দোলন-সংগ্রাম করে আসছি, সেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য পরিকল্পিতভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচনের আগে গণভোটের পরিকল্পনাও সেই ষড়যন্ত্রের অংশ। আমরা নির্বাচনের আগে কোনো গণভোট চাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকার দেখতে চাই। বাংলাদেশ আমার অহংকার, ভোট আমার অধিকার।’

এদিকে, জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাব্বি রাত সাড়ে ১২টার দিকে একই আদলের ছবি যুক্ত করে ফেসবুকে দুটি পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, ‘নির্বাচনের পূর্বে আমরা গণভোট চাই না।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘না ভোট’ প্রচারণা মূলত বিএনপির অবস্থানকেই প্রতিফলিত করছে-যারা নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অনভিপ্রেত ও অযৌক্তিক বলে মনে করছে।