ছবি: সংগৃহীত।
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত। তাদের নামের সঙ্গে টাকা পাচার ও অনিয়মের অভিযোগও বেশি জড়িয়ে থাকে। অথচ নেতাদের উচিত জনগণের আস্থার প্রতীক হওয়া।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারী বলেন, ‘নেতা মানে শুধু ক্ষমতাবান ব্যক্তি নয়, বরং এমন একজন, যিনি অন্যকে সঠিকভাবে প্রভাবিত করতে পারেন। আমাদের সমাজে ও রাষ্ট্রে অনেক সমস্যার মূল কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যথাযথ নেতৃত্ব গড়ে তুলতে পারলে এই সংকট অনেকটাই দূর হয়ে যেত।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশের সামনে এখন এক গুরুত্বপূর্ণ সময় এসেছে, যা হয়তো আগামী ৫৪ বছরেও ফিরে আসবে না। তাই আমাদের উচিত রাসূল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া। নেতাদের আমানতদার হতে হবে, জনগণের আস্থার জায়গা তৈরি করতে হবে।’
রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘নবুয়ত প্রাপ্তির আগেই নবীজি (সা.) ব্যবসায় সততা ও আমানতদারিত্বের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছিলেন। খাদিজা (রা.)-র সঙ্গে পার্টনারশিপে কাজের সময়ও এই গুণাবলি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল। আমাদের নেতাদেরও সেই সততা ও আমানতদারিত্ব অনুসরণ করা উচিত।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী এবং সহসভাপতি মোহাম্মদ পারভেজ।
                        
                        