শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10998

surplus

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ২১:০২

অন্যান্য

আমিরাতে ৪ দিনের ব্যবধানে আবারও ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি প্রবাসী

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ২১:০২

ছবি: সংগৃহীত।

মাত্র চার দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে আবারও লটারিতে সোনা জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। এবার ভাগ্যবান হয়েছেন মোহাম্মদ হায়দার আলী। তিনি ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছেন, যার বাজারমূল্য বাংলাদেশি টাকায় ৪০ লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গালফ নিউজ- এর প্রতিবেদনে জানানো হয়, ৩১ বছর বয়সী হায়দার আলী আমিরাতের আল আইনে থাকেন এবং একটি ইলেকট্রনিকস দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। তিনি সাপ্তাহিক ই–ড্র লটারিতে এই পুরস্কার পান।

হায়দার আলী জানান, গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে নিয়মিতভাবে লটারির টিকিট কিনছিলেন। অবশেষে এবার তাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে।

লটারি কর্তৃপক্ষের ফোন পেয়ে প্রথমে নিজের ভাগ্যে বিশ্বাস করতে পারেননি তিনি।

হায়দার বলেন, ‘আমি ভেবেছিলাম, হয়তো আমার বন্ধুরা মজা করছে। পরে সত্যিটা জানতে পেরে আমরা সবাই আনন্দে লাফিয়ে উঠি।’

এখনও লটারিতে পাওয়া সোনার বার কীভাবে ব্যবহার করবেন, তা ঠিক করেননি তিনি।

এর আগে গত সপ্তাহেই মানসুর আহমেদ নামে আরেক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান একই ধরনের লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন।

এর মাধ্যমে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুই বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে সোনার লটারি জিতে লাখপতি বনে গেলেন।