https://www.emjanews.com/

11109

surplus

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৫ ২২:০৩

অন্যান্য

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ২২:০৩

ছবি: সংগৃহিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত সোমবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বলেন, ‘খুব শিগগিরই ভর্তি কমিটি গঠন করা হবে। এরপর আবেদনপ্রক্রিয়া থেকে শুরু করে সব তথ্য শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।’

এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুকদের সুবিধার জন্য দেশের পাঁচটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। মূল কেন্দ্র শাবিপ্রবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।

উল্লেখ্য, ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছিল শাবিপ্রবি। তবে নানা সমস্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টি এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে।