শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

11000

surplus

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ২১:১৪

অন্যান্য

দুর্নীতি রোধে জবাবদিহির সংস্কৃতি জরুরি: খন্দকার মুক্তাদির

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ২১:১৪

ছবি: সংগৃহীত।

দুর্নীতি রোধে দেশে জবাবদিহির সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেন, ‘আমাদের দেশে দুর্নীতির প্রসার হয়েছে বিভিন্ন কারণে। এর প্রধান কারণ হলো জবাবদিহির অভাব। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় এখন যারা সরকার গঠন করে, তাদের ভোটারের কাছে আসা লাগে না। আগে দুর্নীতি ছিল না, তা বলব না; তবে দুর্নীতি দূর করতে হলে জবাবদিহি ফিরিয়ে আনতেই হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস মিলনায়তনে আয়োজিত ‘নীতি নির্ধারণে তরুণ ভাবনা: সংলাপে খন্দকার মুক্তাদির’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশ নেন।

বিএনপি নেতা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি তাঁদের চিন্তাভাবনা ও পরামর্শ রাষ্ট্রীয় নীতি নির্ধারণে কাজে লাগানো হবে।’

তরুণদের মতামত রাষ্ট্র সমান গুরুত্বে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন তিনি।

রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে নেতিবাচক ধারণার প্রসঙ্গ তুলে খন্দকার মুক্তাদির বলেন, ‘অনেকে মনে করেন রাজনীতি ভালো কিছু নয়, রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ বা সুযোগসন্ধানী। কিন্তু যদি ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে থাকে, তাহলে কম যোগ্যরা দেশ শাসন করবে- এটা আমরা নিজেরাই অনুমোদন দিচ্ছি। তাই ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে, অংশ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততা থাকা উচিত। তরুণদের মতামত ও পরামর্শ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে তরুণ অংশগ্রহণকারীরা দেশ, সমাজ, রাজনীতি ও নির্বাচন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ দেন। এসব মতামতকে ‘অভিনব ও গ্রহণযোগ্য’ উল্লেখ করে মুক্তাদির বলেন, ‘বিএনপি এসব ভাবনা বাস্তবায়নে কাজ করবে।’

এ সময় তিনি সিলেটের এমসি কলেজের পরিবহন সংকট, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন বিষয়ে তরুণদের প্রশ্নের উত্তর দেন এবং বলেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে।