https://www.emjanews.com/

11001

surplus

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ২১:২৫

অন্যান্য

২০২৬ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ২১:২৫

ছবি: সংগৃহীত।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের অবশ্যই নির্বাচনি পরীক্ষা শেষে ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে। এরপর ৩১ ডিসেম্বর থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।