শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

11002

national

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ২১:৩৪

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে: শিক্ষা উপদেষ্টা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ২১:৩৪

ছবি: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার

এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর যেসব শিক্ষক ক্লাস না নিয়ে অন্য কাজে নিয়োজিত, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে সোমবার (২৭ অক্টোবর) একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, `অনেক শিক্ষক আছেন, যারা ক্লাস না নিয়ে অন্য কাজে ব্যস্ত থাকেন। যেহেতু সরকার এমপিও কার্যক্রমের আওতায় তাদের নিয়োজিত করছে এবং বেতন দিচ্ছে, তাই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।'

শিক্ষা উপদেষ্টা আরও জানান, আইনের মধ্যে অনেক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। এবার আইনের আওতায় থেকেই বড় পরিসরে দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে ঘাটতি রয়েছে, তা স্কুলের মাধ্যমে পূরণ করা হবে।

তিনি বলেন, `যেসব বিশ্ববিদ্যালয় ও কলেজে শূন্য বা ১০ শতাংশের নিচে পাশের হার হয়েছে, সেগুলোর ফলাফলের কারণ অনুসন্ধান করা হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ভালো ফলাফল দিয়েছে, তাদের প্রধানদেরও ডাকা হবে।'

শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করলে ফলাফল উন্নত করা সম্ভব। তবে দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান যথাযথ যাচাই ছাড়াই এমপিওভুক্ত হয়েছে এবং নানা সমস্যায় জর্জরিত। নন-পারফর্মিং প্রতিষ্ঠানগুলো মার্জ করা যায় কিনা, তা নিয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, `যেসব প্রতিষ্ঠানে এক বা দেড়শ শিক্ষার্থী ভর্তি হলেও পরীক্ষায় মাত্র ১০-১২ জন অংশ নেয়, অথচ ১৫-২০ জন শিক্ষককে বেতন দেওয়া হয়- সরকার এমন অপচয় রোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।'