https://www.emjanews.com/

11029

surplus

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৫ ২১:১১

অন্যান্য

পর্তুগালে নাগরিকত্ব পেতে ১০ বছরের রেসিডেন্স বাধ্যতামূলক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ২১:১১

ছবি: সংগৃহীত।

পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য এসেছে বড় পরিবর্তন। দেশটির সংসদে সম্প্রতি পাস হয়েছে ‘জাতীয়তা আইন সংশোধনী-২০২৫’, যেখানে পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার জন্য বৈধ বসবাসের সময়সীমা ৫ বছরের পরিবর্তে ১০ বছর নির্ধারণ করা হয়েছে। এই আইন ১৯ জুন ২০২৫ থেকে কার্যকর হওয়ার কথা।

পর্তুগাল সরকার জানিয়েছে, নাগরিকত্ব ব্যবস্থা আরও দায়িত্বশীল ও একীভূত সমাজ গঠনের লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে। তবে সিপিএলপি দেশগুলোর নাগরিক (ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজামবিক) জন্য সময়সীমা ৭ বছর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রেসিডেন্সের সময় গণনা শুরু হবে প্রথম রেসিডেন্স পারমিট ইস্যুর তারিখ থেকে, আবেদন জমা দেওয়ার তারিখ থেকে নয়।

নাগরিকত্বের জন্য নতুন পরীক্ষা ও শর্তসমূহের মধ্যে যা রয়েছে- আবেদনকারীদের পর্তুগিজ ভাষা, সংবিধান, ইতিহাস ও নাগরিক দায়িত্ববোধ বিষয়ে পরীক্ষা দিতে হবে; এবং আবেদনকারীদের একটি সংবিধানিক অঙ্গীকারপত্র দিতে হবে, যেখানে পর্তুগালের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করা হবে।

এছাড়াও আগের আইন অনুযায়ী তিন বছরের বেশি কারাদণ্ড না হলে নাগরিকত্ব পাওয়া যেত। নতুন আইন অনুযায়ী, যেকোনো কার্যকর কারাদণ্ড থাকলে আবেদন বাতিল হতে পারে। নাগরিকত্ব পাওয়ার পর কেউ গুরুতর অপরাধ করলে তার নাগরিকত্বও বাতিল হতে পারে।

পর্তুগালে জন্ম নেওয়া শিশুর জন্যও কঠোর নিয়ম করেছে পর্তুগাল। আগের আইন অনুযায়ী অভিবাসী বাবা-মায়ের সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেত। কিন্তু নতুন আইন অনুযায়ী, বাবা-মায়ের অন্তত ৩ বছর বৈধ রেসিডেন্স থাকতে হবে, তারপরই শিশুর নাগরিকত্বের আবেদন করা যাবে।

আইন বিশেষজ্ঞদের মতে, নতুন আইনটি আগের আবেদনকারীদের উপরও প্রভাব ফেলতে পারে, এবং নাগরিকত্বের অপেক্ষায় থাকা হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

বিশেষজ্ঞরা বলেছেন, আইনটি সংবিধানবিরোধী হিসেবে আদালতে চ্যালেঞ্জ হতে পারে।